নেত্রকোনায় যুবদলের বিক্ষোভ মিছিল
নেত্রকোনা প্রতিনিধি: হৃদয় রায় সজীব
সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি, গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা এবং অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মানুন খান রনির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের ছোটবাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। তারা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রনি বলেন, “একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। এর পেছনে গোপন তৎপরতা রয়েছে। পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে একটি মহল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতা এ ক্ষেত্রে স্পষ্ট। এই পরিস্থিতি গণতন্ত্রের জন্য হুমকি। তাই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে। গণতন্ত্র রক্ষায় যুবদল রাজপথে সক্রিয় থাকবে।”
সমাবেশে জেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মসূচি পালনের ঘোষণা দেন।























