রাজনীতি

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

  MD KAYEAS AHMED ৪ জানুয়ারি ২০২৫ , সময় : ১২:৩৯ মিনিট অনলাইন সংস্করণ

নেত্রকোনা প্রতিনিধি: মোঃ কায়েশ আহমেদ

নেত্রকোনা শহরে শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানানো। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ফাহিম রহমান খান পাঠান, শেখ হাসনাত জনি, আশরাফুল আলম অপূর্ব, সাব্বির আহমদ, আল ইমরান, রফিকুল ইসলাম, মিনহাজ জনি, সানভি রহমান আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠকদের মতে, এসব কার্যক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

 

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content