আন্তর্জাতিক

শিল্পী বাপ্পীর ছবিতে বিজয়

  MD KAYEAS AHMED ১৯ আগস্ট ২০২৪ , সময় : ১১:০৫ মিনিট অনলাইন সংস্করণ

রাজধানীসহ পুরো দেশে ঘটেছে জুলাই বিপ্লব। দেশব্যাপী বিক্ষোভ ও নানা কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছিলো সাধারণ জনতা। এরপর চিত্র পাল্টেছে আন্দোলনের। বলা যায় ১৬ জুলাই আবু সাইদ নামের এক শিক্ষার্থী হত্যা যেন আন্দোলনের গতি পরিবর্তন করে দিয়েছিল। তারপরও জাতি সাক্ষী হয়েছে একের পর এক প্রাণহানির।

এই পরিস্থিতি জনমানে পুঞ্জিভূত ক্ষোভ কে জাগিয়ে তুলেছিল।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত ছাত্র- ছাত্রী,রংপুরে আবু সাইদ ঢাকায় ফরহাদ ও আরো হতাহত হওয়ার ঘটনা ক্ষুব্ধ করে তোলে সাধারণ মানুষ কে।

এইভাবে একদিকে এগিয়ে চলছে আন্দোলন। অন্যদিকে চলছে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর বর্বরতা ও নির্যাতন। এ বাংলাদেশকে ক্যানভাসে ফুটিয়ে তুলছেন চিত্রশিল্পী , নাট্যনির্মাতা ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হক বাপ্পী ,তাছারাও তিনি রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তবে তিনি মনে করেন একজন চিত্রশিল্পী হিসেবে সবচেয়ে বড় প্রতিবাদী ভাষা হচ্ছে পেইন্টিং, আর তাই প্রথম থেকেই তিনি তার পেইন্টিং এর মাধ্যমে মানুষের মনে প্রতিবাদী স্পৃহাকে জাগিয়ে তুলতে চেয়েছেন এবং এঁকেছেন জুলাইয়ের বাংলাদেশ।

এ ব্যাপারে নাজমুল হাক বাপ্পি বলেন, “দেশের এ পরিস্থিতিতে সে সময় আমার মনে হয়েছে এখনই আমার ছবিগুলো আঁকা প্রয়োজন। মানুষের মনে এ বিষয়গুলো নিয়ে ভাবনা জাগরণের যথার্থ সময় এটাই। ১৬ জুলাই থেকেই তিনি কোটা আন্দোলন ও এর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ছবি আঁকা শুরু করি।অ্যাক্রেলিক রঙের ব্যাবহারে ক্যানভাসে প্রতিটি ছবি এঁকেছি।

উল্লেখ্য খন ৫ আগস্ট ছাত্রদের কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা, সারা দেশ থেকেও এসেছিল কয়েক হাজার মানুষ।তার পরই ঢাকার রাস্তার চিত্র পাল্টে যায়। কয়েক লাখ মানুষকে বাংলাদেশের পতাকা হাতে বিজয় মিছিল করতে দেখা গেছে। লাখো মানুষের সে উল্লাসকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী বাপ্পী। এভাবেই জুলাই ও আগস্টের শুরুর দিকের দিনগুলোর বেশকিছু সময়ের ছবি এঁকেছেন এ চিত্রশিল্পী।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content