নেত্রকোনা প্রতিনিধি: মোঃ কায়েশ আহমেদ
নেত্রকোনা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নেত্রকোনা জেলা শাখা একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক শেখ হাসনাত জনির নেতৃত্বে আয়োজিত মিছিলে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ কার্যক্রমের নিন্দা জানিয়ে সমাজে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
মিছিল শেষে এক সমাবেশে শেখ হাসনাত জনি বলেন, “ছাত্রলীগের এমন কর্মকাণ্ড সমাজে অশান্তি তৈরি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাই যেন তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করে।”
মুখ্য সংগঠক ছাব্বির আহমেদ বলেন, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসেবে সবসময় ন্যায়বিচার ও সাম্যের পক্ষে কাজ করি। নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ সমাজকে পিছিয়ে দিচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে।”
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাবা সরকার তৌইশি বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এ ধরনের কার্যক্রম শুধু আমাদের সংগ্রামকে আরও দৃঢ় করবে।”
বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মোঃ কায়েশ আহমেদ বলেন, “আমরা বৈষম্যমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম বিপ্লবী তরুণ সদস্য সচিব আশরাফুল আলম অপূর্ব বলেন আমাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শাহ আলম বলেন, “সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। ছাত্রলীগের মিছিলের মতো অশান্তিকর কার্যক্রমকে রুখে দিতে হবে।”
Post Views: 305