ভিডিপি সদস্য কায়েশ আহমেদের উদ্যোগে হারিয়ে যাওয়া শিশু ইয়াসিন পরিবারের কোলে ফিরলো
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আজগড়া মোড় এলাকায় মানবিক দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভিডিপি সদস্য মোঃ কায়েশ আহমেদ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ইয়াসিন আরাফাত (৫) নামের এক শিশুকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে প্রথমে এগিয়ে আসেন স্থানীয় শিক্ষার্থী শরিফুল ইসলাম। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিনি শিশুটিকে নিরাপদে নিয়ে যান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় ভিডিপি সদস্য মোঃ কায়েশ আহমেদের কাছে হস্তান্তর করেন।
শিশুটি জানায়, তার পিতার নাম রনি, মাতার নাম বিউটি, দাদার নাম কামাল। সে বানিয়াপাড়া মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী।
ভিডিপি সদস্য মোঃ কায়েশ আহমেদ শিশুটির পরিচয় নিশ্চিত করতে সচেষ্ট হন এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে শেষ পর্যন্ত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। পরে তাকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয়রা কায়েশ আহমেদ এবং শরিফুল ইসলামের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাদের এই কর্মকাণ্ডকে “মানবিকতার অনন্য দৃষ্টান্ত” হিসেবে অভিহিত করছেন।
এ ঘটনা আবারও প্রমাণ করলো, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই সমাজে মানবিকতা, সহানুভূতি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।