নেত্রকোনা সদরে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান, অভিভাবকদের জরিমানা ও কাউন্সিলিং
২২ এপ্রিল ২০২৫, নেত্রকোনা সদর:
নেত্রকোনা সদর উপজেলার রেল কলোনি, বড় স্টেশন, সাতপাই এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত ২২ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাসিব-উল-আহসান।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ছেলের বয়স (১৫) ও মেয়ের বয়স (১৩) দুই শিশুর বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করে দেওয়া হয়। আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কোনো মেয়েকে এবং ২১ বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে দেওয়া অপরাধ।
মোবাইল কোর্টে অভিযুক্ত শিশুদের অভিভাবকগণ তাদের দায় স্বীকার করেন এবং ৮ ধারায় দোষী সাব্যস্ত হয়ে প্রত্যেকে ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা জরিমানা প্রদান করেন। এছাড়াও, ভবিষ্যতে সন্তানদের ১৮ বছরের আগে বিবাহ না দেওয়ার অঙ্গীকারে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং পারিবারিক কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের সচেতন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা সমাজকর্মী আশরাফুল আলম খান, উপজেলা সমাজসেবা কার্যালয়, নেত্রকোনা সদর। তিনি জানান, “বাল্যবিবাহ কেবল শিশুদের ভবিষ্যৎকেই ধ্বংস করে না, সমাজের সামগ্রিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে। প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই এ ধরনের সামাজিক ব্যাধি রোধ সম্ভব।”
স্থানীয় প্রশাসনের এমন তৎপরতায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।















