দুর্গাপুর প্রেসক্লাব’র সঙ্গে থানার নবাগত ওসির মতবিনিময়
আল নোমান শান্ত,দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দুর্গাপুর থানার নবাগত * ওসি মোঃ শিবিরুল ইসলাম।
রোববার সন্ধ্যায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের বলেন ,জনগণের জন্য সর্বোচ্চ সেবা প্রদানে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।
আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই, বেঁচে আছি শুধু মানুষের সেবা করার জন্য। আমরা সর্বদা নিবেদিত দেশ ও জাতির কল্যাণে। মানুষ যেন নির্বিঘ্নে পুলিশি সেবা পায় আমাদের সে চেষ্টা সবসময়ই অব্যাহত থাকে।
সকলের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।
মতবিনিময়কালে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল,প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক জামাল তালুকদার,
সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, কোষাধ্যক্ষ এইচএম মোঃ সাইদুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোহন মিয়া,
প্রেসক্লাব সদস্য ধনেশ পত্রনবীশ, প্রেসক্লাব সদস্য দ্রুব সরকার, প্রেসক্লাব সদস্য রাখি দ্রং,প্রেসক্লাব সদস্য সুমন রায়, প্রেসক্লাব সদস্য নাজমুল হুদা সারোয়ার,
প্রেসক্লাব সদস্য পল্টন হাজং, প্রেসক্লাব সদস্য জুয়েল রানা, প্রেসক্লাব সদস্য কালিদাস সাহা বাবু, প্রেসক্লাব সদস্য আল নোমান শান্ত।
মোঃ শিবিরুল ইসলাম দুর্গাপুর থানায় যোগদান করেন ২১ এপ্রিল।
ইতোপূর্বে তিনি পূর্বধলা থানায় কর্মরত ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে মাস্টার্স শেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে কর্মজীবন শুরু করেন।























