নাজমুল হক বাপ্পির পরিচালনায় আসছে – কথা ছিলো / Netrakona Live
নাজমুল হক বাপ্পির পরিচালনায় আসছে, নাটকঃ “কথা ছিলো”
গল্প লিখেছেন জাফরিন সাদিয়া
বরাবরই বাপ্পি রোমান্টিক ধাঁচের নির্মাণের নতুনত্ব তৈরিতে সচেষ্ট ছিলেন সাধারণ গল্পগুলেকে দর্শকের মনে আবেগের স্থান করে দিতে।
আগের প্রায় সব নাটকেরই দারুণ জনপ্রিয়তা লক্ষ্য করা যায় এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয়না।
বাপ্পি বলেন,নাটকের দারুণ কিছু টার্ন রয়েছে,দর্শকের জন্য যা ভালোলাগা তৈরী করবে।
আরো পড়ুন:শিল্পী নাজমুল হক বাপ্পীর – ঈদের শুভেচ্ছা
সামনের কোরবানির ঈদ উপলক্ষেও কিছু সুন্দর গল্পের কাজ চলছে,আমি সবসময়ই চাই দর্শকরা আমার গল্পকে গ্রহন করবে দারুণ উৎফুল্লতা নিয়ে।
এই নাটকের সফলতা আমি কামনা করি এজন্যই যে, এটির বিশেষত্ব রয়েছে।
“কথা ছিলো ” নাটকে অভিনয় করবেন মনোজ প্রামাণিক,সারিকা সাবা,ওমর,রকি খান প্রমুখ।
নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান।
চোখ রাখুন, সাত জুন নয়টা ত্রিশে এনটিভির পর্দায়।
আরো পড়ুন:সিধলী নাজিরপুর ভাঙ্গা ব্রিজে ভোগান্তিতে এলাকার মানুষ- এএসপি দূর্গাপুর সার্কেল নেত্রকোণা










