জনপ্রিয় ব্যক্তিত্ব

মোঃ জনি হোসেন স্বেচ্ছাসেবক হয়ে ওঠে গল্প

By MD KAYEAS AHMED

September 12, 2022

মোঃ জনি হোসেন একজন বাংলাদেশী তরুণ সেচ্ছাসেবী,জলবায়ু কর্মী, উদ্যোক্তা,রোভার স্কাউট,তিনি একজন সমাজকর্মী হিসেবে পরিচিত।

মোঃজনি হোসেন ২০০৩ সালে ৪ ই জুলাই তার স্থানীয় ঠিকানা কুমিল্লা জেলার সবুজে ঘেরা হোমনা উপজেলার মনিপুর নামক ছোট্ট গ্রামে তার জন্ম।

কিন্ত তার বেড়ে ওঠা ঢাকা,তেজগাঁও শাহিনবাগ এলাকায়,তিনি জন্ম কুমিল্লা জেলা হোমনা উপজেলা মনিপুর গ্রামে হলেও পড়াশোনার করছেন ঢাকাতে ।

বর্তমানে তিনি ঢাকা শাহিনবাগ তেজগাঁও বসবাস করতাছেন।তার বাবা নাম মোঃহানিফ হোসেন মাতা নাম নুরজাহান বেগম।

তিনি ঢাকায় অবস্থিত তেজগাঁও নাখালপাড়া সরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাশ করেন ২০১৫ সালে এবং রাজধানীর ঢাকা পুরান এয়ারপোর্ট অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ ২০১৮ সালে জেএসসি এবং ২০২১ সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ সালে মাধ্যমিক পরীক্ষা শেষ করেন।

বর্তমানে তিনি সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ মানবিক বিভাগে একাদশ শ্রেণিতে অধায়ন করছে।

তিনি বিডি ক্লিন,রক্তসংঘ ফাউন্ডেশন, সেইভ ফিউচার বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংস্থা সাথে যুক্ত আছেন।তিনি বাংলাদেশ স্কাউট ঢাকা জেলার ইউনিট ঈগলস ওপেন স্কাউট গ্রুপ একজন রোভার এছাড়া তিনি বাংলা উইকিপিডিয়া অবদান রাখছেন।

তিনি ২০২০ সালে তার যখন তিনি নবম শ্রেনিতে পড়তেন যখন স্কুল স্টুডেন্ট ভলেন্টিয়ার অরগানাইজ নামে সর্ব প্রথম সদস্য হোন।পরে করোনা দেখা দিলে স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে সেই সংগঠন কাজ বন্ধ হয়ে যায়।পরে যখন করোনা কিছু টা সাভাস্বিক হয় তখন তিনি আরো কিছু সেচ্ছাসেবী সংগঠন সাথে কাজ শুরু করেন।তারপর থেকেই শুরু তার স্বেচ্ছাসেবামূলক কাজে যাত্রা।

বর্তমানে তিনি যুক্ত আছে ‘বিডি ক্লিন ঢাকা মহাখালী জোন লজিস্টিক সদস্য।তিনি সর্ব প্রথম বিডি ক্লিন সংগঠন সাথে যুক্ত হোন ৪ মার্চ ২০২১ সালে। বিডি ক্লিন সাথে ফারমগেট ইভেন্টে মাধ্যমে তার বিডি ক্লিন সাথে যাত্রা শুধু হয়।

এর পর তিনি ১৫ ই আগস্ট ২০২১ সালে লজিস্টিক সদস্য হিসেবে দায়িত্ব পান এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা অন্যতম স্কাউট ইউনিট ঈগলস ওপেন স্কাউট গ্রুপ বর্তমান সহকারি রোভার মেট এছাড়া তিনি ঈগলস ওপেন স্কাউট গ্রুপ দপ্তর, প্রচার ও প্রকাশনা।

মোঃজনি হোসেন জানান তিনি ঈগলস ওপেন স্কাউট গ্রুপ সম্পর্কে জানতে পারে তার এক বড় ভাইয়া কাছে থেকে।তার সেই বড় নাম ছিলো রকি। তিনি ছিলে তখন ঈগলস ওপেন স্কাউট গ্রুপ এসআরএম। তার কাছ থেকে তিনি স্কাউট সম্পর্কে জানতে পারেন।

এর পর থেকে সহচর ক্লাস করার শুরু করে এবং ২৮ই জানুয়ারি ২০২২ শরীয়তপুরে দীক্ষা ক্যাম্পে মাধ্যমে তার দীক্ষা হয়।এর পর তিনি প্রথম ক্যাম্পে করেন বঙ্গবন্ধুর ডে ক্যাম্প মাধ্যমে তার স্কাউট যাত্রা শুরু হয়।

এছাড়া তিনি সেইভ ফিউচার বাংলাদেশ একজন পরিবেশ ও জলবায়ুকর্মী। মোঃজনি হোসেন জানান সেইভ ফিউচার বাংলাদেশ সম্পর্কে জানতে পারি ফেসবুক মাধ্যমে।পরে সেইভ ফিউচার বাংলাদেশ প্রধানসমন্বয়ক নয়ন সরকার ভাইয়া কাছে আরো বিস্তারিত জানি এবং নয়ন ভাইয়া আমাকে বিভিন্ন জলবায়ু প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিউজ দেন।

আমি আরো গুগল জলবায়ু সম্পর্কে জানতে পারি এবং তা নিয়ে কাজ করতে চাই। মোঃজনি হোসেন বাংলা উইকিপিডিয়ান অবদানকারীও। তিনি বাংলা উইকিপিডিয়াতে ছোট ছোট সম্পাদনায় করার মাধ্যমে বাংলা লেখালেখি শুরু করেন।

তিনি জানান উইকিপিডিয়ার সাথে প্রথম পরিচয় একজন পাঠক হিসেবে ২০২০ সালে এর দিকে। উইকিপিডিয়ায় মাতৃভাষাকে সমৃদ্ধ করার ইচ্ছে নিয়েই ২৯ ই অক্টোবর ২০২১ সালের থেকে সম্পাদনা অবদার রাখার চেষ্টা করি।আশা করি বাংলা ওকিপিডিয়া অবদান রাখা চেষ্টা করবো।