MD KAYEAS AHMED ৪ নভেম্বর ২০২১ , সময় : ১০:১৮ মিনিট অনলাইন সংস্করণ
মোঃ জিয়াদুল ইসলাম (Md Ziadul Islam) তার বাবা মোঃ জাহিদুল ইসলাম এবং মা নাজমা আক্তার।
মোঃ জিয়াদুল ইসলামের জন্ম তারিখ- (১৯ ফেব্রুয়ারি ২০০৩) এবং জন্মস্থান মাছরাং গ্রামে, উপজেলা বানারীপাড়া ও জেলা- বরিশাল।
তিনি বর্তমানে ফরিদপুরে সরকারি ইয়াসিন কলেজে অধ্যয়ন করছেন।
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্ট রয়েছে।
এছাড়াও কিছু মিউজিক প্ল্যাটফর্ম যেমন স্পটিফাই, ডিজার, অ্যামাজন মিউজিক, ইউটিউব ইত্যাদিতে অ্যাকাউন্ট রয়েছে তিনি মূলত একজন শিল্পী,
গানের লেখকের পাশাপাশি একজন ডিজিটাল মার্কেটার, উদ্যোক্তা, সোশ্যাল মিডিয়া কার্যকলাপ, ইন্টারনেট বিশ্লেষণ এবং সাংবাদিক।
মোঃ জিয়াদুল ইসলাম মূলত একজন ক্লাসিক্যাল গায়ক এবং সেই সাথে রক এবং ফোক গান গাইতে ভালোবাসেন।
বাংলাদেশেতার প্রিয় কিছু শিল্পী আছেন শিল্পীরা হলেন ইমরান, তাহসান, হাবিব ওয়াহিদ, জুনায়েদ ইভান, জেমস, মৃত আইয়ুব বাচ্চু এবং আরও অনেকে।
তার ভালো লাগার কিছু ব্যান্ড রয়েছে তার মধ্যে শিরোনামহীন, চিরকুট, অ্যাশেজ, এল আর বি, এবং জলের গান।
বাইরেরদেশের কিছু শিল্পীও জিয়াদুল ইসলামের খুব প্রিয়, যার মধ্যে ভারতের এ আর রহমান, অরিজিৎ সিং, সোনু নিগম, জুবিন নৌট্যাল, হিমেশ রেশমিয়া, নেহা কক্কর এবং বাইরের আরও অনেকে ইংরেজি গায়কদের মধ্যে –
এমিনেম, সেলেনা গোমেজ, জায়েন, জোজো এবং আরও অনেকে।
তিনি সহযোগিতা করেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার কার্যক্রমের অর্থ প্রদান করেন।
তথ্য প্রদানের গুণমান এবং যুবকদের তাদের পরিচয় বাড়াতে সাহায্য করার মানের সাথে মোঃ জিয়াদুল ইসলাম কখনই এটিকে হতাশ করেননি,
তিনিতার বেশিরভাগ বন্ধুর জ্ঞানের গ্রাফ সম্পাদনা করতেও সহায়তা করেছেন এবং গুগল অনুসন্ধানে তাদের সনাক্তযোগ্য করে তুলেছেন।
জিয়াদুল ইসলাম এর ইচ্ছা সামনে অনেক গানের এলবাম বের করার এবং যতটুক সম্ভব মানুষকে সাহায্য করার।
তিনি বলেন- আমি আমার সাধ্যমত দেশের জন্য চেষ্টা করবো। সবাইকে নিয়ে এগিয়ে যাবো।
মোঃ জিয়াদুল ইসলাম ( Md Ziadul Islam ) বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো সামনে ভালো ভালো কাজ করতে পারি এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে পারি।
Social Media
বৃহ | শুক্র | শনি | রবি | সোম | মঙ্গল | বুধ |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Dhaka, Bangladesh শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:10 PM |
Asr | 3:18 PM |
Magrib | 5:40 PM |
Isha | 6:58 PM |