সাহিত্য

সুখী জন্ম দিবস হে শ্রেষ্ঠ বিজ্ঞানী…আলবার্ট আইনেস্টাইন

  Mahabub Alam ১৪ মার্চ ২০২৩ , সময় : ১১:৪৮ মিনিট অনলাইন সংস্করণ

নাহিয়ান আল রহমান অলি

ধন্য হে জ্ঞানী জগতের সেরাবিজ্ঞানী
জ্ঞানের বেলাভূমিতে এত ঘুরেফিরে
নক্ষত্রের আলোর রহস্যটাকে ছিড়ে
মানুষরে দিয়েছো কিছু জ্ঞানের কনা…
এ জগত বাসী তোমায় ভুলবে না…।

সময়ের বাকে বাকে সময় তো ছোট বড়ই থাকে…
বয়স কমবে কি কমবে না…
তুমি ছাড়া এতো মোদের হয়তো হতনা জানা…
কত জ্ঞান কত মান কত বয়স করেছো পার…
সুখে থেকো হে জ্ঞানী…
সুখে থেকো তুমি এই জগতের ওপার…

সুখের ভার কমে কি বাড়ে সেতো জানি না…
বস্তুর ভর কমে বাড়ে জানি দুঃখের তো জানি না..
কত জ্ঞান কত রহস্য রয়েই গেল অপার…
তুমি গিয়েছো শুন্য হাতে সব রেখে গেছ এপার…
এসেছিল একদিন জগত আলোর রহস্য ছিড়ে…
জানি আর কোন দিন আসবে না…
শুধু মনে রেখ এই টুকু কথা…
এ জগত বাসী তোমায় ভুলবেনা ..!

ধন্য হে জ্ঞানী জগতের মানি…
তুমি আর আসবে না…
ধন্য হে জ্ঞানী জগতের বিজ্ঞানী
“আলবাট আইনেস্টাইন “…!!

-নাহিয়ান ধুমকেতু ‘

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content