সাহিত্য

দিদার আহমেদ এর সমসাময়িক কিছু কথা – নেত্রকোণা লাইভ

  MD KAYEAS AHMED ২ সেপ্টেম্বর ২০২১ , সময় : ৯:৫১ মিনিট অনলাইন সংস্করণ

Didar Ahmed
দিদার আহমেদ এর সমসাময়িক কিছু কথা

সমসাময়িক কিছু কথা-
প্রেমের শুরুটা প্রেমিক প্রেমিকার জীবনের অমৃত সময় হয়ে থাকে। অল্প অল্প চাওয়া পাওয়ার মধ্য দিয়ে সম্পর্কটা শুরু হলেও ধীরে ধীরে চাওয়া পাওয়ার পরিমাণ পাহাড় সম হয় একটা সময় নিষিদ্ধ দেয়ালের আড়ালে পাওনাগুলো আদায় হয়ে গেলে অর্থাৎ যেই কাম থেকে প্রেমের শুরু সেই কাম প্রেমিক প্রেমিকা উভয়েই প্রাক্তনতায় ডুবিয়ে নেয়।
কিছুদিন পর প্রেমের শুরুতে আবেগে দেয়া সকল প্রতিশ্রুতির কিছু কিছুর ভাঙ্গন শুরু হয়।





প্রিয় ডাকনামটা খুব কষ্ট করে শুনতে হয়। তারপর একে অপরের ইচ্ছের বিরোধীতা কখনো বা বাক স্বাধীনতার অভিযোগ। অবহেলা ও অবমাননায় দুটো ক্রোধের পাহাড় দুদিকে সরে যায় শুধু পড়ে থাকে মিথ্যে কিছু রঙিন স্বপ্ন আর একসাথে আকাশ দেখার সময়টা। ভুলে যায় ঠিকই প্রেমিক প্রেমিকা একে অপরকে শুধু হোডতোলা রিকশা আর অন্ধকারাচ্ছন্ন হোটেলের নীল বাতির রুমের চাদরটা ভুলতে পারেনা কবর দেয়া অনুভূতিগুলো।
দিনশেষে সমাজের মায়াবতী নামক সাবেক প্রেমিকের সাবেক প্রেমিকাগুলো অমুক সাহেবের লালসা বউ।তুমি ছাড়া আমি কারো স্পর্শ নিবো না বলা অপরাধীটা ঠিকই কামলীলায় মত্ত হয় সাবেক প্রেমিকটার বুকের রক্ত চুষে।
প্রেম বিষয়ে শেষ অব্দি দ্বায়ভার প্রেমিকের আর প্রেমিকা অবুঝ।



-ধূসর কাব্যিক,
দিদার আহমেদ

https://www.netrakonalive.com/didar-ahmed-dushor-kabbokota/

আরো পড়ুন:ধূসর কাব্যিক দিদার আহমেদ এর ক বি তা ” পারবতী ”

ব্রাহ্মণবাড়িয়া নৌকা ডুবি ঘটনার নিহতদের উদ্ধার কাজে ছিল নেত্রকোণার মান্না



দেশের প্রথম ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত হবে সিডনি হারবার আদলের স্টিল সেতু

জেলা প্রশাসন নেত্রকোণা কর্তৃক করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

Youtube

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content