বিশেষ সংবাদ

ময়মনসিংহে মানবকল্যাণ ফোরামের সম্মাননা পেল ৮০ জন মানবিককর্মী

  MD KAYEAS AHMED ২ মার্চ ২০২৪ , সময় : ১২:০৬ মিনিট অনলাইন সংস্করণ

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) :

আমরা একতায় বলিয়ান নিঃস্বার্থে বয়ে আসুক মানবতার কল্যাণ শ্লোগানকে প্রতিপাদ্য করে শুক্রবার (১ মার্চ) দুপুরে নগরের( মুসলিম ইন্সটিটিউট হল রুমে ) বৃহত্তর ময়মনসিংহের অরাজনৈতিক মানবসেবামূলক সংগঠন মানবকল্যান ফোরামের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিশিষ্টজনদের অংশগ্রহনে সমাজ, শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবা ও রক্তদানে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহে ৮০ জন মানবিক স্বেচ্ছাসেবী তরুন-তরুনী ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। নগরের( মুসলিম ইন্সটিটিউট ) হল রুমে ৮০ জন সামাজিক স্বেচ্ছাসেবী তরুন-তরুনী ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে মানবকল্যান ফোরামের তিন বছর পেরিয়ে ৪ বছরে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.এ.কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: ইকরাম এলাহী খান (সাজ), নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এ.টি.এম শফিকুল ইসলাম, প্রভাষক জান্নাত সুলতান, সাংবাদিক মো: আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, তরুন কবি আফজাল আইয়ুবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবকল‍্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম. জুবায়ের আহমেদ। এ সময় আফরোজ খান মডেল স্কুলের সহকারী শিক্ষক এস.এম রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজন সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকে বিগত তিন বছরে মানবকল‍্যাণ ফোরাম সংগঠনের যুবকেরা নিজ উদ্যোগে ৩০ জন অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান,দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, বিনা মূল্যে পড়ানো, কম্বল বিতরণ,  অসংখ্য হতদরিদ্র ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করা, রক্তদান, শীতবস্ত্র, ঈদ সামগ্রী ও বস্ত্র উপহার এবং বৃক্ষরোপণসহ সামাজিক ও মানবসেবামূলক বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখে যাচ্ছে।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content