দেশজুড়ে

এবার নীতিবান ঘুসখোরের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর অভিযোগ

  Mahabub Alam ১৯ অক্টোবর ২০২৩ , সময় : ৯:২০ মিনিট অনলাইন সংস্করণ

নুরুল হুদা,ক্রাইম রিপোর্টার

সম্প্রতি প্রকাশিত “নীতিবান ঘুষখোর ভূমি অফিসের ওয়াজেদ মিয়া” শিরোনামে প্রকাশিত সংবাদের স্পষ্ট প্রতিক্রিয়া মিলেছে ভুক্তভোগী মহলে।

সাহতা ভূমি অফিসের এই নীতিবান ঘুসখোর ব্যক্তির বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ আনলেন হৃদিনা আক্তার নামের অসহায় ভুক্তভোগী এক নারী।

১৯ অক্টোবর বৃহস্পতিবার বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে বলা হয় স্বল্প দশাল মৌজায় জমির নামজারি ও জমা খারিজের জন্য সাহতা ভূমি অফিসের অফিস সহায়ক ওয়াজেদ মিয়া ২০ হাজার টাকা দাবি করেন। পরবর্তীতে ১৩ হাজার টাকা দিতে পারলেও বাকি টাকা দিতে না পারায় ওয়াজেদ মিয়া চাপ প্রয়োগ করে।

অথচ জমির নামজারি ও খারিজের জন্য সরকার নির্ধারিত ফি মাত্র ১১৭০ টাকা থাকলেও নীতিবান ঘুষখোর খ্যাত ওয়াজেদ মিয়া তাতে কোনো কর্ণপাত করেননি বলে জানিয়েছেন ভুক্তভোগী এ নারী।

তিনি আরো বলেন, আমি নিরীহ একজন মানুষ। আমি কষ্ট করে এতোগুলা টাকা যোগাড় করেছি। তবুও ওই ব্যাক্তির একটু দয়া হলোনা। এখন বাকি টাকার জন্য খুব চাপ দিচ্ছে। তাই আমি আর উপায় না পেয়ে ইউএনও স্যারের কাছে অভিযোগ দিলাম। আমি এ অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content