রাজনীতি

জীবন বৃত্তান্ত জমা দিলেন নেত্রকোণা পৌর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মেজবাউল হোসেন মেজবাহ্

  MD KAYEAS AHMED ১৫ জানুয়ারি ২০২২ , সময় : ৪:৪৫ মিনিট অনলাইন সংস্করণ

মেজবাউল হোসেন মেজবাহ্
মেজবাউল হোসেন মেজবাহ্

জীবন বৃত্তান্ত জমা দিলেন নেত্রকোণা পৌর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মেজবাউল হোসেন মেজবাহ্।

নেত্রকোণা জেলা ছাত্রলীগ এর নির্দেশনায় গত শনিবার মেজবাউল হোসেন মেজবাহ্ ‘র সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন নেত্রকোণা জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

২৫ ডিসেম্বর দুপুর ২ ঘটিকায় দলীয় কার্যলয়ে নেত্রকোণা জেলা ছাত্রলীগ এর নেতাদের কাছে সভাপতি প্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত পেশ করেন মেজবাউল হোসেন মেজবাহ্ ও তার সমর্থনে নেতা কর্মীরা।

Mazbaul Hosen Mazba

এসময় ছাত্রলীগ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বিভিন্ন স্লোগানে স্লোগানে জড়ো হয়।

এতে মাহাদী হাসান মুরাদ, মেহেদী হাসান জনি, হূমায়ুন কবির, মোফাজ্জল হোসেন হৃদয়, শুভ সেন, শিবা চন্দ্র, অমি, মো: সুমন, রুমন আহম্মেদ তুর্য, আর এফ বাবু (রকি), দেওয়ান শুভ (শাকিল), তন্ময় চৌধুরী শুভ্র, সাজ্জাদুর রহমান রাকিব অনাবিল সহ ছাত্রলীগের তিন শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে শহরের নাগড়া (মাইক্রোস্ট্যান্ড মোড়) এলাকা থেকে আওয়ামী লীগ অফিস পর্যন্ত বিশাল মিছিল করেন এতে অংশ নেয় বিভিন্ন ছাত্রলীগ নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বিগত ২২ ডিসেম্বর নেত্রকোণা জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় নেত্রকোণা সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কমিটি বিলপ্ত সেই সাথে সদর ও পৌর শাখার পদ প্রত্যাশীরা আগামী ৪(চার) কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগ দায়িত্বরত স্ব স্ব নেতা কর্মীদের হাতে জীবন বৃত্তান্ত পেশ করার জন্য আহ্বান করা হয়।

 

Facebook

 

Mazbaul Hosen Mazba

 

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content