রাজনীতি

আঠারবাড়ী নবগঠিত ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

  MD KAYEAS AHMED ২০ এপ্রিল ২০২২ , সময় : ১২:৩৯ মিনিট অনলাইন সংস্করণ

Netrakona Live

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আঠারবাড়ী ইউনিয়নের,  দীর্ঘ ১৮ বছর পর ৩৩সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল করেছে আঠারবাড়ি ছাত্রদল।

বিকাশ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা জানতে চাইলে ভিডিওটি দেখুন…

এ কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ফরহাদ আহমেদ ও সদস্য সচিব হারুন অর রশিদ।

মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিলটি উপজেলার আঠারবাড়ি মধ্য বাজার থেকে শুরু হয়ে তেলোয়ারী এলাকায় মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। মিছিল ও সমাবেশটি আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল হুদার নেতৃত্বে ও সাধারণ সম্পাদক- এনামুল হক এনামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন আঠারবাড়ী ছাত্রদলের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক অবায়দুর রহমান রাকিব, দপ্তর সম্পাদক তন্ময় সরকার মুন্না প্রমুখ।

মিছিল শেষে সমাবেশে আঠারবাড়ি ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ছাত্রদল আগামী দিনের যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় তিনি আরো জানান, আঠারোবাড়ি ইউনিয়ন ছাত্রদলের কমিটি প্রায় ১৮ বছর পর গঠিত হয়েছে। আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। কেন্দ্রীয় ছাত্রদলের ঘুষিত প্রতিটি কর্মসূচিতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছি।

ভবিষ্যতেও আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির মাধ্যমে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগ্রণী ভূমিকা পালন করবো,ইনশাআল্লাহ।

 

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন কমিটির নেতৃত্বে ছাত্রদল আরো এগিয়ে যাবে। নতুন কমিটির নেতৃত্বে অবৈধ সরকার পতনের আন্দোলন- সংগ্রামে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আঠারবাড়ি ছাত্রদল রাজপথে থাকবে।

আনন্দ মিছিল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

পুরাতন নিউজ:

 

https://youtu.be/-3GBUDhRllk

 

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের অধীনস্থ সাংগঠনিক উত্তর থানার ৩টি ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content