আজ থেকে প্রায় আট বছর আগে নিখোঁজ হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেতে চান বাবা মা।
মেয়েটির নাম:হামেদা খাতুন।
গায়ের রং কালো,
পিতা :দুলাল মিয়া
মাতা:রাজিয়া খাতুন
আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া নৌকা ডুবি ঘটনার নিহতদের উদ্ধার কাজে ছিল নেত্রকোণার মান্না
দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম কোনাপাড়া গ্রামে দরিদ্র দুলাল মিয়ার ঘরে জন্ম নিখোঁজ হামেদার।
যখন হামেদার বয়স ছিলো বারো তখন বিয়ে হয়ে যায় গাজীপুর মাওনা নামক স্থানে।
পরে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন ঢাকার ডেমরায় পিতামাতার কথানুযায়ী আজ থেকে প্রায় আট বছর আগে ঢাকার ডেমরা থেকে হঠাৎ নিখোঁজ হন হামেদা।
তারপর আর কোনো খুজেঁই করেন নি পিতামাতা ও শশুরবাড়ী লোকজন।
অবশেষে প্রায় আট বছর পর এখন মেয়েকে ফিরে পেতে চান বাবা মা।
তাদের সঙ্গে কথা বলার পর তারা জানান যদি কেউ সন্ধান দিতে পারেন তারা তারপ্রতি কৃতজ্ঞ থাকবে।
দৈনিক নেত্রকোণা লাইভ এর সম্মানিত পাঠকবৃন্দ যদি কেউ এই হামেদার সন্ধান পেয়ে থাকেন
( 01924801490 ) নাম্বার অথবা নেত্রকোণা লাইভ ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করা হলো।
সৎ ছেলেদের অত্যাচারে নির্যাতিত মা – মায়ের ঘরে তালা
এক মূহুর্তেই পাল্টে গেলো সব, অদ্ভুত জীবন আমাদের !
এখন থেকে নেত্রকোণা লাইভ এর সকল নিউজ Google News এ প্রকাশিত হবে।
সেখানে দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে পারবেন,,
তাই এখন এই ফলো করে রাখুন গুগল নিউজ-
Google News
বৃহ | শুক্র | শনি | রবি | সোম | মঙ্গল | বুধ |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |
Dhaka, Bangladesh শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:36 AM |
Zuhr | 12:13 PM |
Asr | 3:25 PM |
Magrib | 5:49 PM |
Isha | 7:06 PM |