Mahabub Alam ৪ ডিসেম্বর ২০২২ , সময় : ১:২৩ মিনিট অনলাইন সংস্করণ
আজ আকাশের ঐ পরী
পরেছে সাদা শাড়ী
বসে আছে বটমূলে
মুখে হাসির সূরলহরী।
দেখে যেন মনে হয়
চিনি তাহারে দুচোখ ভরা মায়া তার
টানে আমারে।।
দূর থেকে চায়া হরীণ ডাকে আহারে
ঐ দুটি চোখ যদি দিত আমারে।
ধন্য হত জীবন আমার ভূবনো তরে।।
চুল গুলো তার কাল মেঘ মানে হার।
ময়ুর পঙ্কি বলে ফেলে দীর্ঘ শ্বাস,
আমার পালক চাইনেতো আর পেলে ঐ কেশের আস।।
চাঁদ বলে সব আলো তুমি নিয়ে যাও
কপালের ঐ কালো টিপ আমায় দিয়ে দাও।
রাতের ★ তারা বলে করে ঝিকিমিকি,
ভালোবাসি তোমাকে, নয়তো তা ফাঁকি।