Uncategorized

দিদার আহমেদ এর -ধূসর কাব্যিক রচিত কবিতা “উন্নত বলে দেশ”

  MD KAYEAS AHMED ৫ সেপ্টেম্বর ২০২১ , সময় : ১:১৮ মিনিট অনলাইন সংস্করণ

ধূসর কাব্যিক
ধূসর কাব্যিক,,

দিদার আহমেদ এর -ধূসর কাব্যিক রচিত কবিতা “উন্নত বলে দেশ”

উন্নত বলে দেশ

কাক ডাকা সকালের কথা,

ঝড়ে ঝাপটে পড়া আম পাতা,
বাদামের খোসা ফেরীর তলানীতে,
ভাবছে পৌঢ় আজ দাড়িয়ে বেলকনীতে।

মেঘের সাথে হয় না খেলা,
চারিদিকে ইট দালানের মেলা,
বিষাক্ত সব কারবারিতে আবদ্ধ পরিবেশ,
কাগজে কলমে উন্নত আমার দেশ।

-ধূসর কাব্যিক

দিদার আহমেদ এর -ধূসর কাব্যিক রচিত কবিতা “উন্নত বলে দেশ”

ধূসর কাব্যিক দিদার আহমেদ এর ক বি তা ” পারবতী ”

ধূসর কাব্যকথা

(দিদার আহমেদ এর -ধূসর কাব্যিক রচিত কবিতা “উন্নত বলে দেশ”)

 

দিদার আহমেদ এর সমসাময়িক কিছু কথা – নেত্রকোণা লাইভ

ধূসর কাব্যকথা

Home

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content