MD KAYEAS AHMED ১৪ এপ্রিল ২০২২ , সময় : ৭:৩২ মিনিট অনলাইন সংস্করণ
আল নোমান শান্ত,দুর্গাপুর প্রতিনিধি:
বাঙালি জাতির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’ এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করেছে পথ পাঠাগার।
বৃহস্পতিবার বিকেলে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে দুর্গাপুর উপজেলা পরিষদ ও পথ পাঠাগারের আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
তিন মাসের শিশু সহ ৫ সন্তানকে রেখে মা নিখোঁজ- দুর্গাপুর থানায় জিডি
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য সফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক,প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, কবি আবুল বাশার, কবি লুকান্ত শাওন,পথ পাঠাগার প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, শিক্ষক জিয়াউল হক শুভ এবং শিশুদের অভিভাবকবৃন্দ।
Dhaka, Bangladesh Monday, 27th June, 2022 | |
Salat | Time |
Fajr | 3:46 AM |
Sunrise | 5:14 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:20 PM |
Magrib | 6:49 PM |
Isha | 8:17 PM |