জাতীয়

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অ্যাডভোকেট আফরোজা শারমিন (কনা)

  Mahabub Alam ১১ ফেব্রুয়ারি ২০২৪ , সময় : ৪:৫৭ মিনিট অনলাইন সংস্করণ

স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন, রংপুরের মেয়ে অ্যাডভোকেট আফরোজা শারমিন (কনা)। তিনি রংপুর নগরীর নিউ জুম্মা পাড়ার স্থানীয় বাসিন্দা, সেখানেই তিনি বেড়ে উঠেছেন।

তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রংপুর মহানগর শাখার, আইন বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক, তিনি বাংলাদেশ ছাত্রলীগের ধানমন্ডি ‘ল’ কলেজ শাখার সাবেক মহিলা বিষয়ক সম্পাদক,

অ্যাডভোকেট আফরোজা শারমিন (কনা), জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন ।

তার রাজনৈতিক কর্মকান্ড বিরতিহীন ও বর্ণাঢ্যময়। বিভিন্ন আন্দোলন সংগ্রামের, ঘাত-প্রতিঘাতের মাধ্যমে একাধারে দায়িত্ব পালন করে আসছেন, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে আওয়ামী আইনজীবী পরিষদ রংপুর এবং সহ-সভাপতি আওয়ামী কর আইনজীবী লীগ রংপুর। এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চাইল্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন রংপুর বিভাগে।
তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জীবন সদস্য।

অ্যাডভোকেট আফরোজা শারমিন (কনা), এসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ রংপুরে ।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি তার একজন একনিষ্ঠ কর্মী হিসাবে, অংশীদার হতে সংরক্ষিত নারী আসনের ফরম সংগ্রহ করেছি। ত্যাগের মূল্যায়ন হলে তিনি আশাবাদী।
সবার কাছে তিনি দোয়া কামনা করেছেন।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য তাদের পক্ষ থেকে, সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের ক্ষমতা, আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ নিজ দলের এবং স্বতন্ত্রদের মিলে মোট ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবেন। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবেন জাতীয় পার্টি (জাপা)।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content