দেশজুড়ে

বরযাত্রীদের সিনেমার কায়দায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার সহ গ্রেফতার ৪

  Mahabub Alam ১৯ এপ্রিল ২০২৪ , সময় : ৪:০৬ মিনিট অনলাইন সংস্করণ

মোঃ খোকন বার্তা সম্পাদক

কনে উটিয়ে আনতে বরযাত্রা স্বাভাবিক ব্যাপার। ঠিক তেমন স্বাভাবিক ভাবেই কনে আনতে রওনা করেন মোঃ মোবাশ্বের হোসেন। যাত্রাপথে ডাকাতের আক্রমণে মুহুর্তেই ম্লান হয়ে গেলে সকল উল্লাস।

মোঃ মোবাশ্বের হোসেন (২৭) নেত্রকোণা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর ৭নং ওয়ার্ডের খন্দকার ইদ্রিছ মিয়ার ছেলে।

তিনি তার আত্মীয় স্বজনসহ কনে উঠিয়ে আনার জন্য ১৫/০৪/২৪ইং তারিখ ০২ টি মাইক্রোবাস যোগে বরযাত্রী হিসাবে রাত অনুমান ০৩.০০ ঘটিকায় নিজ বাসা জাহাঙ্গীরপুর কেন্দুয়া রোড হইতে কনের বাড়ী পাবনার উদ্দেশ্যে ০২ টি মাইক্রোবাস নিয়ে রওনা করেন। রাত অনুমান ০৩.২০ ঘটিকায় মদন থানাধীন বাররী সাকিন¯’ ফ্রয়হালা ২নং ব্রীজে তাদের ১ম নোহা মাইক্রোবাসটি আনুমানিক ১০ হাত উত্তরে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ০৪ জন দস্যু পূর্ব পরিকল্পিতভাবে ব্রীজের উভয় পাশের পিলারে সাথে মাছ ধরার জাল দ্বারা বেধে রাখে এবং রাস্তার মাঝে একটি হ্যান্ডট্রলি দাড় করিয়ে রাস্তায় ব্যারিকেড দেয় ও ভয়ভীতি প্রদর্শন করে।

মোঃ মোবাশ্বের হোসেনের দেয়া তথ্যমতে পুলিশ জানান ০৩টি স্মার্ট ফোন, ০১টি বাটন ফোন, স্বর্ণের বিভিন্ন গহনা অনুমান ০৭ ভরি এবং নগদ ৬৩০০০/- টাকা ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনার পূর্বে একই দিন আনুমানিক রাত ১১.০০ ঘটিকায় দুষ্কৃতিকারীগণ কেন্দুয়া থানাধীন পাচহার গ্রামে কাচাঁ রাস্তার উপর একটি মোটরসাইকেলের গতিরোধ করে ০২ জন আরোহীদ্বয় সানোয়ার ও সেকুলের নিকট হতে লাঠি, দায়ের ভয় দেখিয়ে মারপিট করে সানোয়ারের নিকট হইতে ০১টি স্মার্ট ফোন ও ২০০০০/- টাকা এবং সেকুলের নিকট থেকে ১৩০০০/- টাকা ছিনিয়ে নেয়। অল্প সময়ের ব্যবধানে আরেকটি মোটরসাইকেল কেন্দুয়া থেকে পাচহার নামক স্থানে আসার সময় দস্যুরা সেটির গতিরোধ করে মোটরসাইকেলের চালকের নিকট থেকে ৮০০/- টাকা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে মদন থানার পুলিশের একটি চৌকস দল নেত্রকোণা ডিবি পুলিশের এলআইসি টিমের সহায়তায় অভিযান পরিচালনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৬/০৪/২৪ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা থেকে জাকির হোসেন (২৪), কে গ্রেফতার করে এবং তার নিকট থেকে লুষ্ঠিত একটি স্মার্ট ফোন ও নগদ ৩০০০/- টাকা উদ্ধার করে। জাকির হোসেনের দেয়া তথ্যমতে মদন থানার পুলিশ ১৭/০৪/২৪ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ব্রীজের উপর থেকে আসামী মোঃ আরিফ হোসেন (২৯), কে গ্রেফতার করে। আসামী জাকির হোসেন ও মোঃ আরিফ হোসেনদ্বয়কে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্যমতে কমলাপুর রেলষ্টেশন হতে অপর আসামী মোঃ শাহীন আলম (৩৫), ও মোঃ বাবুন মিয়া (২৪), কে গ্রেফতার করে এবং তাদের নিকট হতে লুণ্ঠিত দুইটি স্মার্ট ফোন উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত ০৪ জন আসামীদের নিয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য নেত্রকোণায় পৌঁছে ১৮/০৪/২৪ তারিখ বিকাল অনুমান ০২.৩০ ঘটিকায় আসামী মোঃ বাবুন মিয়ার দেয়া তথ্যমতে আটপাড়া থানাধীন তেলিগাতী বাজার হতে রোপন দেবনাথের জুয়েলারী দোকান হতে লুণ্ঠিত স্বর্ণ যার পরিমাণ- ০২ আনা ০২ রতি উদ্ধার করে।

পুলিশ আরোও জানান, সকল আসামীদের দেখানো মতে ১৮/০৪/২৪ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় মামলার ঘটনা¯’ল মদন থানাধীন বাররী সাকিন¯’ ফ্রয়হালা ২নং ব্রীজের পার্শ্ববর্তী পাচহার গ্রামের নুরু মিয়ার ধান ক্ষেত হতে দস্যুতার ঘটনায় ব্যবহৃত ০২টি টর্চ লাইট, ০১টি কাঠের আছারীযুক্ত দা এবং দুস্যুতাকালে তাদের ব্যবহৃত পোষাক, মুখ বাধার গামছা উদ্ধার করা হয় এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content