মোঃ কায়েশ আহমেদ (কলমাকান্দা)
কলমাকান্দা উপজেলার সিধলী এলাকার আজগড়া মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ( আটার ) বোতল ভারতীয় মদ এবং মটরসাইকেল সহ একজন আসামি গ্রেফতার।
জানা যায়,নেত্রকোণা জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ প্রতিদিন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন এবং এসপি ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রাখছেন নেত্রকোণার পুলিশ সদস্যরা।
রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. রাত আনুমানিক ৮ টায়, কলমাকান্দা থানাধীন সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮(আটার) বোতল ভারতীয় মদ- AC BLACK WHISKY সহ একজন আসামী রকি চন্দ্র দাস(৩২) পিং মনিন্দ্র চন্দ্র দাস সাং ষ্টেশন বাংলা,সদর,নেএকোনা কে আজগড়া মোড়, সিধলী হতে একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করে। মামলা দায়ের সহ পরবর্তী আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।
এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতায় নেত্রকোণায় মাদকমুক্ত বিনির্মানে জিরো টলারেন্স করবো।
Post Views: 1,131